বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫   বৈশাখ ৩ ১৪৩২   ১৮ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৩

রাজশাহীতে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের নামে আর্ট গ্যালারি

রাজশাহী ব্যুরো 

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন,রাজশাহীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের নামে আর্ট গ্যালারি স্থাপন করতে চাই।আমাদের এই মেয়াদে আর্ট গ্যালারি স্থাপন কাজের সূচনা করতে চাই।তিনি রাজশাহীতে এসে রাজশাহীকেই ধন্য করেছেন।আমরা তাকে সংবর্ধণা দিয়ে নিজেরাই ধন্য হয়েছি।কারণ এই রকম মানুষকে সচরাচর পাওয়া যায় না, সচরাচর জন্মও নেন না।

শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায়  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার-কে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এই ঘোষণা দেন রাসিক মেয়র।

অনুষ্ঠান মঞ্চে সংবর্ধিত গুণীজনেরা ছাড়াও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার এর সহধর্মিণী মিসেস তৌফিকা আনোয়ার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী,রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিশিষ্ট নাগরিকবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ,চিকিৎসকবৃন্দ, আইনজীবীবৃন্দ,রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ, সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ,বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ,স্কুল ও কলেজের প্রধানরা,গণমাধ্যমকর্মীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর